পরিচিতি
পরিচিতি
মাদ্রাসার শিক্ষাধারা
খাদিমপুর মহিলা টাইটেল মাদ্রাসা একটি গতানুগতিক কোন শিক্ষা প্রতিষ্ঠানের নাম নয়। সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে মাদ্রাসাটি সাজিয়েছে তার পাঠনদান পদ্ধতি। শিশু শ্রেণী থেকে শুরু করে সবোর্চ্চ দাওরায়ে হাদীস, উলূমুল হাদীস, ইসলামের ইতিহাস, সহ বিভিন্নিমূখী পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন করে চতুর্মূখী যোগ্যতাসম্পন্ন বিচক্ষণ আলেমে দ্বীন জাতিকে উপহার দেওয়ার সুখ্যাতি ইতিমধ্যে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে চরিয়ে গেছে। সুবিন্যস্ত সিলেবাসের ভিত্তিতে পর্যায়ক্রমে মৌলিকভাবে কুরআন, হাদীস, ফিকাহ, আকায়িদ, বৈষয়িক পর্যায়ে আরবী সাহিত্য , বাংলা সাহিত্য, ব্যাকরণ , নাহু , সরফ , বালাগাত সহ বাংলা, ইংরেজী, গণিত , ইতিহাস , ভূগোল দর্শন ইত্যাদি সমূদয় বিষয়ে প্রয়োজন পরিমানে শিক্ষা দেয়া হয়। শিক্ষার পাশাপাশি জনসমাজে ইসলামী শিক্ষার সুফল পৌঁছে দেয়ার মহান লক্ষ্যে খাদিমপুর মহিলা টাইটেল মাদ্রাসা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে থাকে। সব মিলিয়ে মাদ্রাসাটি বহু বিভাগ সমন্বিত একটি মহা প্রকল্প।
শিক্ষা প্রকল্প:
১। মক্তব বিভাগ : সহীহ শুদ্ধভাবে সম্পূর্ণ কুরআন শরীফ তিলওয়াত, আমপারা ও অর্থসহ ৪০টি হাদীস মুখস্থ করানো হয়। অত্যাবশ্যকীয় মাসআলা – মাসায়িল সহ প্রাথমিক বাংলা, অংক, ও ইংরেজী শেখানো হয়।
২। হিফজ বিভাগ : মক্তব থেকে আসা ছোট ছোট শিশুদেরকে সম্পূর্ণ কুরআন শরীফ শুদ্ধরূপে মুখস্থ করানো হয়।
৩। কিতাব বিভাগ : এটি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাপনায় সর্বাধিক সমৃদ্ধ, বৃহত্তর ও প্রধান বিভাগ। এ বিভাগেই তৈরী হয় জাতির কাণ্ডারী ও আধ্যাত্মিক রাহবার। দ্বীনী শিক্ষার ক্রমমূল্যায়নের ভিত্তিতে কিতাব বিভাগটি মৌলিক পর্যায়ে পাচটি স্তরে বিভক্ত।
(ক) ইবতিদাইয়্যাহ / প্রাথামিক।
(খ) মুতাওয়াসসিতাহ / মাধ্যমিক
(গ) সানাবিয়্যাহ উলয়া / উচ্চ মাধ্যমিক।
(ঘ) ফযীলত / ডিগ্রী।
(ঙ) তাকমীল / মাষ্টার্স।
এ পাচটি স্তরে মোট ১২ বৎসর সময়ে পূর্ণ দ্বীনী শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীকে যোগ্য ফরহেজগার আলেমা রূপে গড়ে তোলা হয় ও সনদ প্রদান করা হয়।
মাদ্রাসা বৈশিষ্টাবলী :
১। নিজস্ব ভূমিতে মহিলা মাদ্রাসার চারিদিকে দেওয়াল দ্বারা বেষ্ঠিত।
২। দেশর বরণ্য উলামাদের পরামর্শে পরিচালিত।
৩।সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা
৪। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা মনোরম পরিবেশে শিক্ষা দান।
৫।ইসলামী ও আধুনিক পাঠ্য ক্রমের সমন্বিত বাংলাদেশে কাওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড ও আল-হাইআতূল উলয়ালিল বাংলাদেশ এর সমন্বয়ে প্রনীত যুগ উপযোগী আকর্ষনীয় সিলেবাসে পাঠ দান।
৬। তালীমের সাথে তরবিয়্যতের বিশেষ গুরুত্ব প্রদান করা।
৭। শরয়ী খাস পর্দার শহিত শিক্ষাদান।
৮। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা দেয়া।
৯। আরবী,বাংলা ইংরেজী ভাষা শিক্ষার প্রতি বিশেষ গুরুত্বারোপ।
১০।ছাত্র/ছাত্রীদের জন্যে আবাসিকের সু-ব্যবস্থা।
১১। শিক্ষক শিক্ষিকা সমন্বয়ে সাপ্তাহিক ও মাসিক আলোচনা সভা।
১২। নিজেদের বাবা মা ভািই বোন ও সাধারণ মহিলাদের কে দ্বীনের দাওয়াত, তাদেরকে দ্বীন শেখানো এবং নিজের আমলী জিন্দেগী গড়ার লক্ষ্যে অসংখ্য ছাত্রীরা প্রতি রৃহ:বারে তা’লীমে অংশগ্রহণ করে। প্রতি সপ্তাহে নিয়মিত ২ ঘন্টা মাদ্রাসার বিজ্ঞ আলেমাগণ তারবিয়্যতের আলোচনার সহিত তা’লীম দিয়ে তাকেন।
১৩।মাদ্রাসার শিশুশ্রেণী থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সকল ছাত্র/ছাত্রীদেরকে ফ্রি জাবতীয় কিতাবাদী,সরাহ,খাতা,কলম ইত্যাদি দিয়ে প্রতিষ্ঠাতা মহদয় সহযোগিতার হাত প্রসারিত করে তাকেন।

Comments
Post a Comment